বিশ্ব স্বাস্থ্য সংস্থার হোমপেজ খুললেই একটি ইন্টারাকটিভ মানচিত্র দেখা যায়, যা গোটা বিশ্বের করোনা সংক্রমণের দৈনিক ওঠানামাকে তুলে ধরে। মোট আক্রান্তের সংখ্যার উপর ভিত্তি করেই নীল রঙের বিভিন্ন শেড ব্যবহার করেছে। দেশের যে অংশেই করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখের বেশি, সেই অংশটিকে বোঝাতে গাঢ় নীল রঙ ব্যবহার করা হয়েছে। গোটা ভারত নীল রঙে দেখালেও, জম্মু-কাশ্মীরকে ধূসর রঙে দেখানো হয়েছে। এ নিয়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ ডঃ শান্তনু সেন। তাঁর দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানচিত্রে আলাদা রঙ ব্যবহার করে জম্মু-কাশ্মীরকে দেখানো হয়েছে। একইসঙ্গে অরুণাচল প্রদেশের কিছুটা অংশও ভারতের মানচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে। ক্ষুব্ধ শান্তনু প্রধানমন্ত্রীকে চিঠিতে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন।
শান্তনুর কথায়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার covid19.int নামক সাইটে যখন আমি ক্লিক করি, তখন গোটা বিশ্বের মানচিত্র সামনে আসে। আমি ভারতের অংশে জুম ইন করে দেখি গোটা মানচিত্রটি নীল রঙে দেখালেও দুটি অন্য রঙ ব্যবহার করা হয়েছে জম্মু ও কাশ্মীরের জন্য। নীল অংশে ক্লিক করলে ভারতের করোনা সম্পর্কিত তথ্য দেখালেও, অন্য রঙটিতে ক্লিক করলে তা পাকিস্তানের তথ্য দেখাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ভারতের মানচিত্রে অরুণাচল প্রদেশের কিছুটা অংশও আলাদাভাবে দেখানো হয়েছে। আমার মতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বিষয়। আমাদের সরকারের উচিত ছিল আগেই এই বিষয়টি দেখা ও তা তুলে ধরা। সরকারের আরও কড়া নজরদারি চালানো উচিত।’