১৯৪৮ সালে নাথুরাম গডসের ছোঁড়া গুলিতে নিহত হন মহাত্মা গান্ধী। রবিবার ছিল গান্ধীজির মৃত্যুবার্ষিকী। আর সেই দিনই তাঁর ঘাতক গডসে ও গান্ধী হত্যা মামলার বিচারে গডসের-সহ অভিযুক্ত নারায়ণ আপ্তেকে শ্রদ্ধা জানাল হিন্দু মহাসভা। দিনটি তারা পালন করল গডসে-আপ্তে স্মৃতি দিবস হিসাবে। এমনকী ছত্তিশগড়ের রায়পুরে আয়োজিত ধর্ম সংসদে গান্ধীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় অভিযুক্ত ও গ্রেফতার ধর্মীয় নেতা কালীচরণ মহারাজ ও মহাসভার আরও চার নেতাকে ‘গডসে-আপ্তে ভারত রত্ন’ সম্মানও দেওয়া হয়েছে!
মহাত্মার ৭৪তম মৃত্যুবার্ষিকীতে মহাসভা শপথ নিয়েছে ভারত, পাকিস্তানকে সংযুক্ত করে অখন্ড ভারত তৈরি করবে। সেজন্য ভারতমাতার আরতি করেছে। হিন্দু মহাসভার জাতীয় সহ সভাপতি জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, ১৯৪৮ এর ৩০ জানুয়ারি গডসে, আপ্তের গ্রেফতারির প্রতিবাদ জানাতেই তারা গডসে আপতে স্মৃতি দিবস পালন করেছে। তিনি জানিয়েছেন, কালীচরণ মহারাজ জেলে থাকায় তাঁর হয়ে ভারতরত্ন সম্মান নিয়েছেন প্রমোদ লোহপাত্রে। মহাত্মাকেই ১৯৪৭ এ ভারত বিভাজনের জন্য দায়ী করে ভরদ্বাজের দাবি, সেজন্যই কয়েক লাখ হিন্দু খুন ও উৎখাত হয়েছিলেন।