দেশে গান্ধীবাদীদের সংখ্যা উত্তরোত্তর কমছে। এবার এমনই মন্তব্য করলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। তাঁর দাবি, ‘জাতির জনকের হত্যাকারী নাথুরাম গডসের আদর্শেই বেশিরভাগ মানুষ বিশ্বাসী।’ তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে আজাদি কা মহোৎসব পালন করছে। কিন্তু, একই সময়ে মানুষের মধ্যে হিংসার বিষ ছড়িয়ে পড়ছে।’
প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নাথুরাম গডসের ছোড়া গুলিতে নিহত হন গান্ধীজু। রবিবার জাতির জনকের প্রয়াণ দিবসে গান্ধী স্টাডি সেন্টার আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলার সময় তুষার বলেন, ‘গত ৭৫ বছরে ভারত কোন কোন ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছে, তা নিয়ে আজাদি কা মহোৎসব উদযাপিত হচ্ছে। আর এর মধ্যেই হিংসার বিষ ছড়িয়ে পড়ছে।’ উল্লেখ্য, রবিবার রাহুল গান্ধীও নাথুরাম প্রসঙ্গ টেনে বলেন, ‘একজন হিন্দুত্ববাদীই গান্ধীজিকে খুন করেছিল। সমস্ত হিন্দুত্ববাদীই মনে করে, গান্ধীজি আর আমাদের মধ্যে নেই। কিন্তু, প্রকৃত সত্যিটা হল, গান্ধীজি আজও জীবিত রয়ছেন!’