প্রকাশিত হল আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের ইস্তেহার। উপকূলরাজ্যে মহিলা ভোটের দিকেই বিশেষ মনোযোগ দিচ্ছে ঘাসফুল শিবির। মাসিক ভাতার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ইস্তেহারেও মিলল তার প্রতিফলন। মহিলা ক্ষমতায়নে জোর দিল তৃণমূল। সঙ্গে যুক্ত হল চাকরির প্রতিশ্রুতি এবং বেকারত্ব বিমা। শনিবার তৃণমূল এবং মহারাষ্ট্র গোমন্তক পার্টি নেতৃত্ব যৌথভাবে ইস্তেহার প্রকাশ করে। দেখে নেওয়া যাক, কী কী বলা হল সেখানে :
১) তৃণমূলের লক্ষ্য গোয়ার জিডিপি বৃদ্ধি। গোয়ার বাসিন্দাদের বার্ষিক আয় বৃদ্ধি। বার্ষিক মাথাপিছু আয় হবে ১১ লক্ষ টাকা।
২) দুই লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি। সেখানে গোয়াবাসীর জন্য ৮০ শতাংশ সংরক্ষণ। আগামী ৩ বছরের মধ্যে সরকারি চাকরির ১০ হাজার শূন্যপদ পূরণ।
৩) গৃহলক্ষ্মী প্রকল্পে গোয়ার প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে সরাসরি মাসিক ৫ হাজার টাকা আনুদান।
৪) গোয়ার যুবসমাজের জন্য আনা হচ্ছে ‘যুবশক্তি’ প্রকল্প। মাত্র ৪ শতাংশ সুদে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। ৬ মাসের জন্য বেকারত্ব বিমার ব্যবস্থা করা হবে।
৫) তৈরি হবে ইউনিভার্সাল হেলথ কার্ড। পথ দুর্ঘটনায় গোয়াবাসীর চিকিৎসার খরচ বহন করবে রাজ্যের তৃণমূল সরকার।
৬) বেসরকারি ক্ষেত্র-সহ সমস্ত চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি। স্থানীয় স্তরে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে।
৭) দু’টি ফাস্ট ট্র্যাক আদালত তৈরি হবে। যেখানে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া যে কোনও অপরাধের দ্রুত বিচার হবে। এছাড়া নারী সুরক্ষায় থাকবে এসওএস সুরক্ষা অ্যাপ।
৮) গৃহহীনদের ৫০ হাজার বাড়ি তৈরির আশ্বাস।
জ্বালানির ভরতুকি আড়াই গুণ বৃদ্ধি করা হবে। যার দরুণ ৭৫ হাজার টাকা পর্যন্ত ভরতুকি মিলতে পারে। নির্দিষ্ট সময় পর্যন্ত মৎস্যজীবী পরিবারকে ৪ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। পরিবেশ রক্ষা করেই বন্ধ থাকা খনির কাজ ফের শুরু হবে।