একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ-বিজেপির অন্দরে চলছে মুষল পর্ব। এরই মধ্যে রাজ্য কমিটিতে মতুয়া কমিটি না থাকায় দলের অন্দরে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ‘বিদ্রোহের’ সুর। সেই বিক্ষুব্ধদের তালিকায় ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়ও। দলে থেকে তিনি বলে দিয়েছিলেন, ভবানীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল বিজেপি ছাড়বেন জয়। এবার বিজেপি ছেড়ে তৃণমূলের পথে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন জয়। আজ, শনিবার বিকেলে বিধাননগর পুরভবনে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জয়।
এদিন বিষয়টি নিয়ে জানতে চাইলে জয় বলেন, ‘বিজেপির বাঙালি বিরোধী অবস্থান দেখেই সরে যাচ্ছি। বাঙালি বিরোধী অবস্থান নিয়েই চলেছে বিজেপি সরকার। তার প্রতিবাদ করেই দল ছেড়েছি। আমি সুব্রত বক্সীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। বাংলার ভাল চায়, বাংলার সঙ্গে আত্মিক যোগ রয়েছে, এমন কোনও রাজনৈতিক দল আমাকে যোগদানের প্রস্তাব দিলে আমি অবশ্যই সেখানে যোগ দেব।’ কিছুদিন আগে তিনি বলেছিলেন, বহু নেতা-কর্মী আমার দিকে তাকিয়ে আছেন। যাঁদের আমি দিশা দেখাতে পারছি না। কারণ দলের কোনও দিশা নেই। এই পরিস্থিতিতে দলে থেকে আমার লাভ কি! সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বিজেপি নেতা জয়। যদি সব ঠিক থাকে তাহলে চার পুরসভার নির্বাচনের আগে ধাক্কা খেতে চলেছে বিজেপি।