ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই নির্ঘন্ট অনুযায়ী, উত্তরপ্রদেশে ভোট শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এরই মধ্যে এবার কোভিড ছড়ানোর অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর দাবি, বিজেপি যে প্রচারপত্র বিলি করছে, তার মাধ্যমে করোনা ভাইরাস ছড়াচ্ছে রাজ্যে। এমনকি এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন অখিলেশ।
উত্তরপ্রদেশের মুজাফফরনগরে রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করে সমাজবাদী পার্টি। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় লোক দলের প্রধান জয়ন্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে অখিলেশ অভিযোগ করেন, বিজেপি কর্মীরা কোভিড ছড়াচ্ছেন রাজ্যে। অখিলেশ বলেন, ‘বিজেপি কর্মীরা প্রচারপত্র বিলি করছেন, করোনার ছড়ানোর কাজ করছেন ওঁরা। নির্বাচন কমিশনের এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, যাঁরা জানেই না কীভাবে করোনা ভাইরাস ছড়ায়।’