উপকৃলরাজ্য গোয়ায় বিধানসভা নির্বাচনের ইস্তাহার তৈরির কাজ শুরু করে দিল তৃণমূল। সোমবার দলের তরফে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে চেয়ারপার্সন করে ১২ সদস্যের ইস্তাহার কমিটি গড়া হয়েছে। বিধানসভা ভোটের ইস্তাহার কমিটিতে রাজেন্দ্র কাকোদকর, যতীশ নায়েক, অভীতা বন্দোদকর, জয়েশ শ্বেতগাঁওকরের মতো গোয়া তৃণমূলের পরিচিত নেতারা রয়েছেন। তবে ফেলেইরোর নেতৃত্বাধীন কমিটিতে নেই আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল এবং দলের রাজ্য সভাপতি কিরণ কাকোদকর।
উল্লেখ্য, গোয়ার বিধানসভা ভোটে দলের রাজ্যসভার সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি ফেলেইরোকে ফাতোরদা আসনে প্রার্থী করেছে তৃণমূল। এনসিপি ছেড়ে আসা শিল্পপতি-বিধায়ক তথা চার্চিল ব্রাদার্স ফুটবল দলের মালিক আলেমাও প্রার্থী হয়েছেন বেনাউলিম থেকে। আলদোনা থেকে তৃণমূলের টিকিটে দাঁড়াচ্ছেন গোয়া তৃণমূলের সভাপতি কিরণ। আগামী ১৪ই ফেব্রুয়ারি গোয়া বিধানসভার ৪০ আসনের সবগুলিতেই ভোট। গণনা আগামী ১০ই মার্চ।