অতিমারির শুরু থেকেই বন্ধ রাজ্যের স্কুল-কলেজ। ২০২১-এর শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সব খোলার সিদ্ধান্ত নেন। তবে, মাস দুয়েকের মধ্যেই করোনার নতুন ঢেউয়ের ধাক্কায় আবার বন্ধ সবকিছু।কিন্তু এবার ফের স্কুল খোলার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। ইতিমধ্যেই পাড়ায় স্কুল চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য। এবার তারই সূচনায় এসে শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, ‘আশা করছি খুব তাড়াতাড়িই স্কুল খোলা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন।’
এদিন ব্রাত্য বলেন, ‘স্কুল খোলার ব্যাপারে পুরোটা বিদ্যালয় শিক্ষা দফতরের ওপর নির্ভর করে না, যেহেতু মুখ্যমন্ত্রী স্বয়ং এই বিষয়টি নিয়ে উদ্বেগ আছেন। স্বাস্থ্য দফতর কোভিড বিষয়ে পর্যালোচনা করছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে।’ স্কুল খোলার ব্যাপারে চিন্তিত হতে মানা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘বাচ্চাদের ক্ষতি না করে, কোভিড সংক্রমণ না বাড়িয়ে যাতে আবার স্কুল খুলে, স্কুল বন্ধ করতে না হয়, তার পাকাপোক্ত ব্যবস্থা করে মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন কবে স্কুল খুলতে পারে।’ শেষে তিনি এ-ও বলেন, ‘আমরা আশা করছি খুব তাড়াতাড়িই স্কুল খুলে দিতে পারব। তবে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন।’