পড়াশোনা করতে চান? আগ্রহী কিন্তু তেমন আর্থিক সামর্থ নেই, চিন্তা করবেন না। ভরসা বিবেকানন্দ স্কলারশিপ। রাজ্য সরকারের এই উদ্যোগ। এখনও আবেদন করে না থাকলে আজই আবেদন করুন। শিগগির। উচ্চশিক্ষার জন্য এই প্রকল্প থেকে অনুদান পাওয়ার জন্য আবেদন করা যাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ স্কিম ২০২১-২০২২ এ।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনেই এই প্রকল্পে আবেদন করা যাবে। এই প্রকল্পে আবেদনের জন্য একটি নির্দিষ্ট পোর্টাল চালু আছে রাজ্য সরকারের।
এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের যে ওয়েবপোর্টালটি তৈরি করা হয়েছে, সেটি হল- www.svmcm.wbhed.gov.in এই পোর্টালটি শুধুমাত্র বিবেকানন্দ স্কলারশিপের জন্য তৈরি করা হয়েছে।
এই পোর্টালে গিয়ে পড়ুয়ারা রেজিস্টার করতে পারবেন নিজের নাম। আর তারপরই প্রয়োজনীয় নথি অন্তর্ভুক্ত করেই সম্ভব হবে এই স্কলারশিপ পাওয়া। এই সাইটেই একটি ইউজার ম্যানুয়াল পাওয়া যায়, যা আবেদনকারীদের সাহায্য করবে।
এই স্কলারশিপে আবেদন করার জন্য শর্ত মেনে নেওয়ার পরই আবেদনকারীরা প্রয়োজনীয় স্কলারশিপে আবেদন করতে পারবেন। যেমন- একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য, স্নাতকের পড়ুয়ারা, মেডিকেল-ডিপ্লোমা-ইঞ্জিনিয়ারিং স্নাতক পড়ুয়া, স্নাতকোত্তর পড়ুয়ারা, নন নেট এমফিল, পিএইচডি পড়ুয়া।
আবেদন করতে প্রয়োজনীয় যোগ্যতা-
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। ৫৩ শতাংশ পেতে হবে অনার্সে, ৫৫ শতাংশ ইঞ্জিনিয়ারিং বিভাগে পেতে হবে।
পারিবারিক আয় বার্ষিক আড়াই লাখের কম হতে হবে। পশ্চিমবঙ্গবাসী হতে হবে অবশ্যই।
অন্যান্য কোনও সরকারি স্কলারশিপে আবেদন করা থাকলে এই সুবিধা পাওয়া যাবে না।