দেউচা পাচামি এলাকায় শিল্প আনতে তৎপর রাজ্য সরকার। এ বার পাচামি এলাকায় কর্মসংস্থান বাড়াতে উদ্য়োগী রাজ্যের স্বরোজগার নিগম লিমিটেড। মঙ্গলবার দফতর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বৈঠক করলেন অন্যান্য আধিকারিকদের সঙ্গে।
সম্প্রতি রাজ্যের স্বরোজগার নিগম লিমিটেড এর চেয়ারম্যান পদে বসেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই পদে বসার পর প্রথম বোর্ড মেম্বারদের সঙ্গে বৈঠক করলেন তিনি। মঙ্গলবার বোলপুর সার্কিট হাউসে এই বৈঠকের আয়োজন করা হয়।
স্বরোজগার দফতরের বৈঠকে উঠে এল দেউচা পাচামি এলাকার আদিবাসীদের কর্মসংস্থানের বিষয়। এদিনের বৈঠকে, আদিবাসীদের স্বনির্ভর করতে কী কী বিষয় নিয়ে ট্রেনিং দেওয়া যেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা ভরত কৌল ও অন্যান্য বোর্ড মেম্বাররা।
বৈঠক শেষে অনুব্রত মণ্ডল বলেন, ‘পাচামি এলাকার আদিবাসীদের কীভাবে দ্রুত স্বনির্ভর করা যায়, পাশাপাশি তাঁদের মোটর ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এই শিল্পের জন্য সাধারণ মানুষের অনেক উন্নয়ন হবে’। বৈঠকে উপস্থিত অভিনেতা ভরত কৌল বলেন, ‘আদিবাসীদের কী কী কাজ শেখানো যেতে পারে তাই নিয়েই এই বৈঠকে মূলত আলোচনা হয়েছে’।