পশ্চিমী ঝঞ্ঝা এবছর শীতের পথে সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঠান্ডা জমে উঠতে না উঠতেই ঝঞ্ঝার হানায় নেমে আসছে বৃষ্টি। পৌষের পর মাঘ মাসের শীতেও চেনা কনকনে ভাব থাকবে না, জানাচ্ছেন আবহবিদরা।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া, যার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পও ঢুকছে রাজ্যে। সেই কারণেই আবহাওয়ার এই খামখেয়ালিপনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তিবে ঝঞ্ঝার মেঘ কেটে গেলে আগামী সপ্তাহে ফের শীত বাড়তে পারে। ফলে এখনই শীতের জামাকাপড় গুটিয়ে ফেলার কোনও প্রয়োজন দেখছেন না কেউ।
যদিও বাংলাজুড়ে পারদের ওঠানামা চলছেই। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। কলকাতার আশপাশের কোথাও কোথাও পারদ আরও নেমেছে। সকালের দিকে রয়েছে ঘন কুয়াশা। বেলা বাড়তে অবশ্য সে কুয়াশা গায়েব হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কলকাতায় আগামী দুদিন এমনই ঠান্ডার আমেজ অব্যাহত থাকবে বলে মত হাওয়া অফিসের। তবে সপ্তাহের শেষে ফের বৃষ্টি হতে পারে। কলকাতায় শুক্রবার থেকে মেঘলা আকাশ থাকবে।
শুক্র আর শনিবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে পাহাড় ও সংলগ্ন এলাকা।