দিনভর বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যেবেলা প্রকাশ্যে আসে গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা। প্রথম দফায় মোট ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। নতুন প্রার্থী তালিকা ঘোষণা হতেই টুইট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
টুইটে অভিষেক লেখেন, ‘গোয়া বিধানসভা নির্বাচনে নির্বাচিত প্রথম দফার সকল তৃণমূল প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনাদের একান্ত প্রয়াস ও শুভ অভিপ্রায় সঙ্গে নিয়ে আমি আত্মবিশ্বাসী যে সর্বোত্তম উপায়ে আমরা গোয়াবাসীর সেবা করব ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাব’।
সোমবার গোয়া সফলে যাওয়ার পর পর একাধিক বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রাথমিক ভাবে মনে করা হয়, এই বৈঠক কেবল প্রার্থী নির্বাচনের জন্য। তবে পরে দেখা যায় শুধু প্রার্থীই নয়, অভিষেক একেবারে পূর্ণাঙ্গ দল করে গোয়া নির্বাচনে নামতে চাইছেন। তাই গঠন হয় গোয়া রাজ্য কমিটি।
তৃণমূলের গোয়া রাজ্য কমিটির সভাপতি করা হয়েছে কিরণ কান্দোলকরকে। কমিটিতে মোট ৯ নেতাকে সহ- সভাপতি করা হয়েছে। এই সহ -সভাপতির তালিকায় রয়েছে অভিনেতা তথা প্রাক্তন কংগ্রেস নেত্রী নাসিফা আলিও।