ইতিমধ্যেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই নির্ঘন্ট অনুযায়ী, উত্তরপ্রদেশে ভোট শুরু হতে আর এক মাসও বাকি নেই। এবার যোগী রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করতে সমাজবাদী পার্টিকে সমর্থন করবে তৃণমূল। খোদ দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন অখিলেশ যাদবের দলের হয়ে প্রচারে। তাও আবার একাধিকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী ক্ষেত্র বারাণসীতেও প্রচারে যাওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূল নেত্রীর। মঙ্গলবার নবান্নে মমতার সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ।
প্রসঙ্গত, বিজেপিকে হারাতে আঞ্চলিক শক্তিগুলিকে একজোট এবং শক্তিশালী হতে হবে। সেই উনিশের লোকসভা ভোটের আগে থেকেই একথা বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের হাত শক্ত করতে চান মমতা। তৃণমূলের তরফে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, অখিলেশ চাইলে দল তাঁকে সাহায্য করতে রাজি। মঙ্গলবার অখিলেশের দূত কিরণময় নন্দ মমতার কাছে সাহায্য প্রার্থনা করতে এলে সপার প্রস্তাবে রাজি হন তৃণমূল নেত্রী। মমতার সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিজেপি বিরোধী জাতীয় মুখ। গোটা দেশের মতো উত্তরপ্রদেশের বিজেপি বিরোধী মানুষ এবং সমাজবাদী পার্টির কর্মীরা তাঁকে প্রচারে দেখতে চাইছেন।’
গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন কিরণময় নন্দ। মমতার সঙ্গে মিনিট ২০ বৈঠকের পরই তিনি জানিয়ে দেন, বিজেপিকে হারাতে উত্তরপ্রদেশে প্রচারে যাবেন তৃণমূল নেত্রী। আগামী ৭ ফেব্রুয়ারি লখনউ যাওয়ার কথা মমতার। ৮ ফেব্রুয়ারি অখিলেশের সঙ্গে একটি যৌথ ভারচুয়াল জনসভা করবেন মমতা। গোটা উত্তরপ্রদেশেই সেই ভাষণ শোনানোর ব্যবস্থা করবে সমাজবাদী পার্টি। ওইদিন লখনউতে একটি সাংবাদিক বৈঠকও করবেন মমতা এবং অখিলেশ।