রাজনৈতিক দলগুলি প্রার্থীদের অপরাধ যোগের কথা লুকাচ্ছে। যারা এই কাজ করছে সেই সব দলের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। এবার এমনই দাবি তুলে সুপ্রিম কোর্টে মামলা করলেন এক আইনজীবী। ইতিমধ্যে মামলাটি শুনতে রাজি হয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, রাজনীতিকে অপরাধমুক্ত করতে গত বছরের অগস্টেও নতুন করে কড়া রায় দিয়েছিল শীর্ষ আদালত। সেখানে বলা হয়েছিল, রাজনৈতিক দলগুলিকে প্রার্থীদের অপরাধ যোগের নথি জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। সেই নির্দেশ অমান্য করার অভিযোগেই মামলা করেছেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়। মামলাটি উঠেছে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বের বেঞ্চে। বিষয়টিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপও দাবি করেছেন মামলাকারী।
অশ্বিনী উপাধ্যায় উল্লেখ করেন, সামনেই পাঁচ রাজ্যে ভোট রয়েছে। প্রধান বিচারপতি বলেন, ‘যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে আমরা কি তাদের মনোনয়ন দাখিলে বাধা দিতে পারি?’ এরপরই আদালত জানায়, ‘আমাদের জানিয়েছেন, আমরা মামলাটি শুনব।’ উপধ্যায় মামলাটির জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত শুনানির দিনক্ষণ ঠিক হয়নি বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, মামলাটির আবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে হবে যাতে করে সব দল তাদের ওয়েবসাইটে প্রার্থীদের অপরাধ যোগের কথা জানায়। এবং সেখানে উল্লেখ থাকতে হবে, কেন তারা এরপরেও তাদেরকে প্রার্থী করেছে। আরও দাবি করা হয়েছে, প্রত্যেক প্রার্থীকে তাঁদের বিরুদ্ধে চলা মামলার কথা ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে। এবং যেসব রাজনৈতিক দল প্রার্থীদের অপরাধের তথ্য গোপন করেছে সেই দলগুলির প্রেসিডেন্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু করতে হবে।