রাজধানী শহরে ফের ছড়াল বোমাতঙ্ক। শুক্রবার রাজধানীর গাজিপুরে একটি ফুলের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। ব্যাগ থেকে উদ্ধার হল আইইডি। সেটিকে ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে দমকল বাহিনী, জাতীয় নিরাপত্তা বাহিনী (এনএসজি) এবং বম্ব স্কোয়াডের কর্মীদের। পৌঁছেছে দিল্লী পুলিশের স্পেশ্যাল সেলের আধিকারিকরাও।
এদিন গাজিপুর মাণ্ডিতে বোমা উদ্ধারের খবর জানিয়েছেন দিল্লী পুলিশ কমিশনার রাকেশ আস্তানা। সংবাদমাধ্যমে তিনি জানান, ‘বিস্ফোরণ হয়নি। আইইডি নিষ্ক্রিয় করা হয়েছে। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।’ আইইডি বিস্ফোরক উদ্ধারের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাজার এলাকায়। প্রজাতন্ত্র দিবসের আগে বিস্ফোরক উদ্ধারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রাজধানীর নিরাপত্তা নিয়ে।