ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। ফেসবুক পোস্টে তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, ‘সামনে নির্বাচন, অনেক বছর রেল নিয়ে কোনও বাজে খবর হয়নি৷ মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা’৷ একই সঙ্গে দুর্ঘটনার সিবিআই তদন্তও দাবি করেছেন রূপা।
বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির দোমোহনিতে দুর্ঘটনার কবলে পড়ে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস৷ ট্রেনের মোট বারোটি কামরা লাইনচ্যুত হয়৷ এখনও পর্যন্ত ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন চল্লিশ জনের বেশি৷ এই দুর্ঘটনার ঘণ্টা দুয়েক পরই রূপা ফেসবুকে লেখেন, ‘ট্রেন কি নিজে নিজেই ডি-রেল হয়? রেল ট্র্যাক কি বেচারা বোঝে, ভাই, ইলেকশন সামনে, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা…সিবিআই তদন্ত হওয়া উচিত।
‘খেলা’ শব্দটি ইংরেজিতে বড় হরফে লিখেছেন রূপা। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘সিবিআই ইনভেস্টিগেশন রিকোয়ার্ড’। সামনেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। প্রায় প্রতিটি রাজ্যেই ল্যাজেগোবরে দশা বিজেপির। এই পরিস্থিতিতে রূপার এই পোস্ট যে বিস্ফোরক ইঙ্গিত করল সেই নিয়ে সন্দেহ নেই ওয়াকিবহাল মহলের।
প্রসঙ্গত, রাজ্য বিজেপি-র সঙ্গে সাম্প্রতিক সময়ে রূপা গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে অবনতি ঘটেছে বলেই খবর৷ কিছু দিন আগে বিজেপি রাজ্য সভাপতির ডাকা ভার্চুয়াল বৈঠককে ‘ভাটের মিটিং’ বলে বেরিয়ে গিয়েছিলেন বিজেপি সাংসদ৷ কলকাতা পুরসভায় বিজেপি-র প্রাক্তন কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যু এবং পরে পুরভোটে তাঁর স্বামীকে টিকিট না দেওয়া নিয়েও একই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন রূপা৷ এবার ট্রেন দুর্ঘটনা নিয়েও রূপার এই পোস্টে নতুন বিতর্ক শুরু হল৷