এবার ফের একবার আক্রমণের নিশানায় শাসক দলের নেতা। গতকাল রাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা অরন্দম সরকারের বাড়ি লক্ষ্য করে চলল গুলি। ভাঙচুর চালানো হল বাড়িতেও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটির ১৯ নম্বর ওয়ার্ডের মারোয়াড়ি বাগান এলাকায়। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
অরিন্দম জানিয়েছেন, সোমবার মাঝ রাতে একদল ছেলে এসে বাড়িতে হামলা চালায়। ভাঙচুর চালানো হয় দরজা-জানলায়। বাইরে রাখা তাঁর মোটর সাইকেলটিতেও ভাঙচুর চালানো হয়। তাঁর বক্তব্য, ওই দলটি হুমকি দিতে থাকে বাড়ি থেকে বের হলে গুলি করে দেবে। এরপর দুটি গুলি ছুঁড়ে চম্পট দেয় তারা। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা তিনি বুঝতে পারছেন না বলেই জানিয়েছেন অরিন্দম। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।