মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হলদিয়ার কুকড়াহাটিতে চালু হল গঙ্গাসাগর মেলার পরিষেবা কেন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে কুকড়াহাটি জেটিঘাট চত্বরে ঢোকার মুখে পুণ্যার্থীদের জন্য চালু করা হয়েছে এই পরিষেবা কেন্দ্রটি। এদিন বিকেলে রাজ্যের দুই মন্ত্রী সৌমেন মহাপাত্র ও মানস ভুঁইয়া এই কর্মসূচির উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। পুণ্যার্থীদের হাতে শুকনো খাবারের প্যাকেট, কম্বল, মাস্ক, স্যানিটাইজ়ার ও জলের বোতল তুলে দেন তাঁরা। এছাড়া কোভিড পরীক্ষাও করানো হয়। অক্সিজেন সিলেন্ডার, অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবা ১৫ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে ।
ওমিক্রন উদ্বেগের মধ্যেই কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ ছাড়পত্রে এবার গঙ্গাসাগর মেলা হচ্ছে। তা মাথায় রেখেই এ বছর একগুচ্ছ পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের তরফে। গঙ্গাসাগরের পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
কুকড়াহাটি-ডায়মন্ড হারবার হয়ে গঙ্গাসাগরে যান। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রশাসনের তরফে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কুকড়াহাটিতে পরিষেবা কেন্দ্র চালু করা হল বলে জানান সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। করোনা পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনও রকম খামতি নেই।
পুণ্যার্থীদের পরিষেবা দেওয়া থেকে শুরু করে তাঁদের গঙ্গাসাগরে পৌঁছে দেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে বলে জানান জলসম্পদ বিকাশ ও উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে নির্দিষ্ট ভেসেল ও বাকি সব পর্যাপ্ত ব্যবস্থা থাকছে বলেই জানা যাচ্ছে।