দীর্ঘ টানাপোড়েনের পর গত শুক্রবার গঙ্গাসাগর মেলার পক্ষেই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে সাগরে কোভিড বিধি মেনে মেলা হচ্ছে কি না সে দিকে নজর রাখতে রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে নিয়ে তিন সদস্যের একটি কমিটিও গড়ে দিয়েছিল তারা। এবার গঙ্গাসাগর মেলায় প্রবেশের নিয়মকানুনে আরও কড়াকড়ি করল হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্টের তরফে নয়া নিয়ম জারি করে বলা হয়েছে, ভ্যাকসিনের জোড়া ডোজের শংসাপত্র ছাড়া মেলায় প্রবেশ করা যাবে না। এছাড়া মেলায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ হতে হবে। এসব শর্ত পূরণ করলে তবেই কেউ পুণ্যার্থী হিসেবে গঙ্গাসাগর মেলায় অংশ নিতে পারবেন না।
প্রসঙ্গত, অতিমারি পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা বন্ধের দাবিতে সোমবারও হাইকোর্টে মোট ৫ টি মামলা দায়ের হয়েছে। আগের একটি মামলা পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছিল, শর্তসাপেক্ষে মেলা হতেই পারে। তবে শর্তগুলি কঠোরভাবেই মানতে হবে, অন্যথায় মেলা বন্ধের পথেও হাঁটতে পারে উচ্চ আদালত। এবার সোমবারের মামলার পরিপ্রেক্ষিতে সেই শর্তাবলীতে আরও কিছু বদল ঘটালেন বিচারপতিরা।