১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন। বাকি আর মাত্র এক মাস। সৈকত-রাজ্য তৈরি হচ্ছে ভোটের নীল নকশা। জাতীয় রাজনীতিতে সম্প্রতি কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে ভোটের এক মাস আগে ফের একবার কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার দিল্লীতে গোয়ার কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন রাহুল গান্ধী। আগামী মাসের বিধানসভা ভোটে সৈকত রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে।
উল্লেখ্য, গোয়া কংগ্রেসের পর্যবেক্ষক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম এর আগে তৃণমূলের সঙ্গে জোট গড়া প্রসঙ্গে বলেছিলেন, ‘যদি কোনও দল বিজেপিকে হারাতে কংগ্রেসকে সমর্থন করতে চায়, তাহলে আমি না বলার কে’? তাঁর ওই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়েছিল।
পি চিদম্বরমকে বলতে শোনা গিয়েছিল, ‘গোয়ায় কংগ্রেসই বিজেপির প্রধান বিরোধী দল। কংগ্রেস একার ক্ষমতায় বিজেপিকে হারাতে সমর্থ’। এরপরই আবার তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘কোনও দল যদি বিজেপিকে হারাতে আমাদের সমর্থন করতে চায় তাহলে আমরা না বলার কে’? তৃণমূল প্রসঙ্গে তিনি বলছেন,’আমি জোট নিয়ে তৃণমূলের বার্তা সংবাদপত্রে পড়েছি। সরকারিভাবে কী প্রস্তাব আসে সেটা আগে দেখি’।