ফের অস্বস্তিতে বঙ্গ বিজেপি। আজকাল পান থেকে চুন খসলেই দলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বিদ্রোহ ঘোষণা করছেন বিজেপি মন্ত্রী, বিধায়ক ও নেতারা। এবার হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুকে সেলফির সঙ্গে কয়েক লাইনের ক্যাপশন দিয়ে জল্পনা ছড়ালেন বিজেপি বিধায়ক কৌশিক রায়। জানালেন রাজনৈতিক কর্মকাণ্ডে আপাতত তিনি নেই!
সোমবার ফেসবুকে একটি পোস্ট করেছেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়। সাময়িক ভাবে নিজেকে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিধায়কের এই ফেসবুক পোস্টকে ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে।
নিজের ছবির পোস্ট করে বিজেপি বিধায়ক লিখেছেন, ‘মুহ মে রাম নাম বাগলমে তিনকা। সমাধান না হয়, সেই পর্যন্ত, সমস্ত রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেকে বিরত রাখতে বাধ্য হলাম। জয় শ্রীরাম’। এই পোস্টকে ঘিরেই তুমুল গুঞ্জন শুরু হয় তাঁর দলের অন্দরে। হঠাৎ কেন এমন পোস্ট, কী কারণে এই সিদ্ধান্ত? ‘মুহ মে রাম নাম, বাগলমে তিনকা’ লিখলেন কেন? তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি বিধায়ক।
এদিকে এই ঘটনায় বিজেপির ময়নাগুড়ি ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য অনুপ পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জেলা সভাপতির দিকে ইঙ্গিত করে বলেন বিধায়ককে দলীয় কর্মসূচির কোনও খবর দেওয়া হচ্ছে না। তিনি এও জানান, ময়নাগুড়িতে পৌরসভা নির্বাচন রয়েছে। সেখানে টাউন মণ্ডল বা গ্রামীণ মণ্ডল তৈরি করা হবে। সেই কমিটি গঠনেও বিধায়কের মতামত নেওয়া হয়নি। এ কারণে হয়ত বিধায়কের ‘বিদ্রোহ’ বলে ইঙ্গিত দেন তিনি।