গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিজেপি সংগঠনে বড়সড় ভাঙন। বিজেপি ছাড়লেন ব্লকের দুই বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ সহ প্রায় ৪৫০ জন কর্মী সমর্থক। গত ৭ জানুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের প্রতিবাদে রবিবার রান্টুয়া বাজারে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূলের আয়োজিত ধিক্কার সভায় এসে এই বিজেপি নেতা কর্মীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন।
তৃণমূল সুত্রে খবর, এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বিজেপির কালিঞ্জা এলাকার শক্তি কেন্দ্র প্রমুখ অমৃত কুমার ঘোষ, মহাপাল এলাকার শক্তি কেন্দ্র প্রমুখ দুলাল চন্দ্র পৈড়া সহ প্রায় ৪৫০ জন বিজেপি কর্মী সমর্থক।
এদিনের কর্মসূচিতে তৃণমূলে যোগদানকারীরা জানান, বিজেপিতে উন্নয়নের লক্ষ্যে গেলেও উন্নয়ন করতে পারিনি। তাই তৃণমূলে যোগদান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব, ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল, শিক্ষক নেতা স্বপন পাত্র, মহিলা তৃণমূলের নেত্রী শর্বরী অধিকারী, ছাত্র নেতা সত্যবান দন্ডপাট প্রমুখ।