প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাতিণ্ডা সফরে ঠিক কী ঘটেছিল তা প্রিয়াঙ্কা গান্ধীকে জানিয়েছি, জানিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। যার পর চান্নিকে তোপ দেগেছিল বিজেপি। গেরুয়া শিবির প্রশ্ন তুলেছিল, এই বিষয়ে প্রিয়াঙ্কাকে জানাতে হবে কেন, উনি কোন সাংবিধানিক পদে আছেন? এদিন সেই নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেত্রী। বললেন, ‘দেশের প্রধানমন্ত্রী’র নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়েছিলেন তিনি। এই বিষয়ে কথা হয়েছিল দলীয় সতীর্থ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার কোনও সাংবিধানিক পদ নেই। আমি টিভিতে ঘটনাটি দেখে প্রধানমন্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়ি। সরকারের বিষয়টি নিয়ে ভুল বোঝা উচিত নয়। আমি চান্নির সঙ্গে কথা বলেছিলাম একজন দলীয় সতীর্থ হিসেবে’। প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে উনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী’।
প্রসঙ্গত, আজই প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাফিলতির ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গড়েছে সুপ্রিম কোর্ট। ওই কমিটির শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টেরই একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এমত অবস্থায় পাঞ্জাব সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তদন্ত স্থগিতের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।