সোমবার দুপুরেই গোয়ার বিজেপি মন্ত্রিসভার সদস্য মাইকেল লোবো মন্ত্রীত্ব ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই রেশ কাটার আগেই এবার মাইম বিধানসভার বিধায়ক প্রবীন জানতাইও বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন। গোয়ায় একই দিনে জোড়া ঝটকা খেল গেরুয়া শিবির।
প্রবীনের বাবা হরিশ জানতাই ছিলেন কংগ্রেস সাংসদ। ১৯৯১-৯৬ সাল পর্যন্ত তিনি ছিনেল নর্থ গোয়ার সাংসদ। তবে টিকিট না পেয়ে তিনি কংগ্রেস ছেড়েছিলেন। পরে তিনি নির্দল হিসাবে ভোটে দাঁড়ান। পরে ২০১৭ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
এদিকে বিজেপি ছাড়ার পরে প্রবীনের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের কথায় আমি বিজেপিতে এসেছিলাম। কিন্তু তখন যে বিজেপি ছিল এখন আর তা নেই। এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থান করার ব্যাপারে সরকারের কোনও উদ্যোগ নেই বলেও অভিযোগ তুলেছেন তিনি। তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিতে যোগ দেওয়ার দিকে এগোচ্ছি।
এর আগে আলিনা সালদানহা বিজেপি ছেড়ে আপ পার্টিতে গিয়েছিলেন। কার্লোস আলমেদা গিয়েছিলেন কংগ্রেসে। এদিনই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ইস্তফা দিয়েছেন মাইকেল লোবো। এবার ভোটের আগে সেই দলবদলের পথেই হাঁটলেন প্রবীনও।