৫ রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছেই। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার ভোটের জন্য দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। অতিমারি পরিস্থিতিতে নির্বাচন করানোকে চ্যালেঞ্জ হিসাবেই দেখছে তারা। জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত জনসভা, জমায়েত, প্রচার ব়্যালি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশের ভোট পরিচালনকারী সর্বোচ্চ সংস্থা। আর কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশের একটা বড় অংশের মানুষ।
কমিশন ৫ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা করার পরেই সমীক্ষা চালায় ডিজিটাল কমিউনিটি নির্ভর একটি প্ল্যাটফর্ম। সেই সমীক্ষায় উঠে এসেছে, কমিশনের প্রচার বন্ধের নির্দেশকে সমর্থন করছে ৪১ শতাংশ মানুষ। ৩১ শতাংশ মানুষ মত দিয়েছে, করোনা পরিস্থিতিতে ভোট না করানোর পক্ষে। একটা অংশের মানুষ চাইছে রাজনৈতিক দলগুলোর প্রচারে যে বিধিনিষেধ অরোপ করা হয়েছে, তা যেন বজায় থাকে। মাত্র ৪ শতাংশ মানুষ জানিয়েছেন ভোটে করোনা পরিস্থিতির কোনও প্রভাব ফেলবে না। জানা গিয়েছে, দেশের ৩০৯টি জেলার ১১ হাজার মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়। যাঁদের মধ্যে ৪১৭২ জন নির্বাচন হতে চলা পাঁচ রাজ্যের বাসিন্দা।