অমিক্রণ আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে গোটা দেশ। রাজ্যেও ক্রমশ চওড়া হচ্ছে তার থাবা। এরই মধ্যে মরার ওপর যেন খাঁড়ার ঘা! বৃহস্পতিবার রাত সওয়া ৮ টা নাগাদ গোটা উত্তরবঙ্গ জুড়ে ভালরকম ভূমিকম্প অনুভূত হল।
ভূমিকম্পের তীব্রতা কত ছিল তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। তবে এ নিয়ে রাজ্যের উত্তরাঞ্চল জুড়ে উৎকন্ঠা ও উদ্বেগ তৈরি হয়েছে। গতকাল ভূমিকম্প অনুভূত হতেই বিক্ষিপ্ত ভাবে প্রায় প্রতিটি জেলাতেই অনেক মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তার পর দ্রুত সোশাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে যায়। ভূটানে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে কেন্দ্রীয় আবহাওয়া দফতর (গ্যাংটক) সূত্রে জানা গিয়েছে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৩।