বুধবারের ভাতিন্দার কৃষকদের বিক্ষোভের জেরে পাঞ্জাবের ফ্লাইওভারে আটকে পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। এ নিয়ে একদিকে যেমন শোরগোল শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। তেমনি মোদী নিজেও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে খোঁচা দিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন। এবার এ নিয়েই মুখ খুললেন চান্নি। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও গলদ ছিল না। শেষ মুহূর্তে সফরের রুট বদল করেন মোদী। তা সত্ত্বেও যথেষ্ট নিরাপত্তার বন্দোবস্ত করেছিল পাঞ্জাব সরকার। বিজেপির বাক্যবাণের মধ্যে সাংবাদিক বৈঠক করে এ কথা সাফ জানিয়ে দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, পাঞ্জাব কংগ্রেসের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে দাবি করা হল, ফিরোজপুরের সভায় লোক না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নাটক’ করছেন।
বিজেপি নেতাদের যাবতীয় অভিযোগ নাকচ করে দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি। তাঁর বক্তব্য, ‘কোনও নিরাপত্তার গলদ হয়নি। প্রধানমন্ত্রীর উপর আক্রমণ হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি, প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়েও প্রশ্ন ওঠেনি। প্রধানমন্ত্রীর কনভয় বিক্ষোভস্থলের অনেক আগেই আটকে দেওয়া হয়েছিল। যে কোনও বিক্ষোভ তুলতেই ১০-২০ মিনিট সময় লাগে। কৃষকরা গত ১ বছর ধরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। ওদের ওপর আমি লাঠি চালাতে পারব না।’ তিনি আরও বলেন, ‘হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। হঠাৎ তাঁর সফরসূচি বদলে যায়, মোদী সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেন। তা সত্ত্বেও পাঞ্জাব সরকার তার নিরাপত্তার ব্যবস্থা করেছিল। হঠাৎ বিক্ষোভকারীরা এসে রাস্তায় বসে পড়েন। কেউ বিক্ষোভ দেখাতেই পারেন গণতান্ত্রিক দেশে। প্রধানমন্ত্রীকে বিক্ষোভের কথা জানানোও হয়েছিল, অন্য রাস্তা দিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’