এবার এনডিএ শাসিত বিহারে খুন বাংলার যুবক। কাজ করে ফেরার পথে পরপর তিনটে গুলি এসে লাগে তাঁর শরীরে! হাসপাতাল অবধি পৌঁছনোর আগেই মৃত্যু হয়।
জানা গিয়েছে, বিহারে কাজ করতে গিয়েছিলেন মালদার হরিশচন্দ্রপুরের কাওয়ামারী গ্রামের বাসিন্দা শামীম আক্তার। আর কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরতেন। বদলে তাঁর মৃত্যুর খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ল পরিবার। বাড়িতে আছেন তিন ভাই, এক বোন। রয়েছেন স্ত্রী, কন্যা এবং বৃদ্ধা মাও।
হরিশ্চন্দ্রপুরে গাড়িচালক হিসেবে কাজ করতেন শামীম। কিন্তু লকডাউনে তেমন ভাবে ভাড়া না পাওয়ায় বিহারের পাটনার কারমালি চক বাই পাস আস্তানা এলাকায় যান পাইপ পুশিং এর কাজ করতে। কাজ চলছিল এবং বাড়ির সঙ্গেও কথা হতো শামীমের। তিনদিন পরই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফেরা হল না।
কে বা কারা শামীমকে খুন করল ভিন রাজ্যে? তা এখনও ধোঁয়াশায়। ইতিমধ্যেই শোকে বিহ্বল পরিবারের সঙ্গে দেখা করে যান স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন। সাহায্যের আশ্বাস দেন। সঙ্গে বিজেপি শাসিত রাজ্য বিহারের আইনশৃঙ্খলা নিয়েও সরব হন তিনি।