ভগবান শ্রীকৃষ্ণ আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন, তুমিই রামরাজ্য প্রতিষ্ঠা করবে। সোমবার এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। গতকাল বিজেপির বাহরাইচের বিধায়ক মাধুরী বর্মা সমাজবাদী পার্টিতে যোগ দেন। সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানেই এমন মন্তব্য করেন সপা সুপ্রিমো। তিনি বলেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, আমিই উত্তরপ্রদেশে সরকার গঠন করব। তারপর রামরাজ্য প্রতিষ্ঠিত হবে।
প্রসঙ্গত, কুর্মি সম্প্রদায়ের মাধুরী বর্মা দু’বার বিধায়ক হয়েছেন। ২০১০ থেকে ২০১২ সাল অবধি তিনি উত্তরপ্রদেশের বিধান পরিষদের সদস্য ছিলেন। বিজেপির ছেড়ে এবার ওই বিধায়ক সপাতে আসায় উচ্ছ্বসিত অখিলেশ বলেন, সমাজবাদের মাধ্যমেই রাজ্যে রামরাজ্য আসবে। পরে তিনি বলেন, যোগী আদিত্যনাথের প্রশাসন সব ব্যাপারেই ব্যর্থ হয়েছে। বিজেপির অভিযোগ, সমাজবাদী পার্টি ক্রিমিনাল ও গ্যাংস্টারদের দলে জায়গা দিয়েছে। তার জবাবে অখিলেশ বলেন, ‘বিজেপি এমন একজনকে মুখ্যমন্ত্রী করেছে, যাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।’
পরে তিনি বিদ্রুপ করে বলেন, ‘বিজেপি কি ওয়াশিং মেশিন কিনেছে? তাতে কি সব অপরাধী আর মাফিয়াদের অপরাধ ধুয়ে সাফ হয়ে যাচ্ছে?’ অখিলেশের দাবি, ‘বিজেপিতে অনেক প্রবীণ নেতা আছেন। তাঁরা নিজেদের রক্ত ও ঘামের বিনিময়ে দলের সংগঠন গড়ে তুলেছেন। তাঁরাই বলেন, আমরা দলের জন্য পরিশ্রম করলাম আর কোথা থেকে যোগীকে এনে আমাদের ওপরে বসিয়ে দেওয়া হল।’ যোগী বলেছিলেন, তাঁর দল যেখানে চাইবে, সেখান থেকেই তিনি নির্বাচনে দাঁড়াবেন। অখিলেশ বলেন, যোগী যেখান থেকেই ভোটে দাঁড়ান না কেন, মানুষ তাঁকে প্রশ্ন করবে, আপনার একটা প্রতিশ্রুতিও পালন করা হয়নি কেন?