আতঙ্কের নয়া নাম ওমিক্রন। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা উস্কে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ক্রমশ চওড়া হচ্ছে তার থাবা। এরই মধ্যে চিন্তা বাড়িয়ে চলেছে দেশের উর্ধ্বমুখী কোভিড গ্রাফ।
ছ’হাজার, ন’হাজার, ১৩ হাজার, সাড়ে ১৬ হাজার— গত চার দিন ধরে এভাবেই বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪। এবং দেশে এখনও পর্যন্ত মোট ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত মোট ১২৭০ জন।
তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও দৈনিক মৃত্যু গত কয়েক দিনের তুলনায় বাড়েনি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২২০ জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৮১ হাজার ৮০ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৫৮৫ জন। আবার, দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার জেরে দেশে সক্রিয় রোগীও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৮ হাজার ৯৫৯। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ৯১ হাজার ৩৬১ জন।