আতঙ্কের আরেক নাম ওমিক্রন। দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা উস্কে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়্যান্ট। ক্রমশই চওড়া হচ্ছে তার থাবা। এবার ভারতে ওমিক্রনের প্রথম বলি হলেন মহারাষ্ট্রের এক প্রৌঢ়। মহারাষ্ট্র স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সদ্যই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন তিনি। মহারাষ্ট্রের বাসিন্দা ওই প্রৌঢ়ের বয়স ৫২ বছর। এই মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে দেশবাসীর।
এএনআই সূত্রে খবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ব্যক্তির। জানা গিয়েছে, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রৌঢ়। ২৮ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। কিন্তু সেই সময় তাঁর ওমিক্রন আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়নি। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। এনআইভি রিপোর্ট জানা যায়, ওমিক্রন থাবা বসিয়েছিল ওই প্রৌঢ়ের শরীরে। যার জেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। তথ্য অনুযায়ী, ভারতে প্রথম ওমিক্রনের বলি এই প্রৌঢ়।
