সম্প্রতি গঙ্গাসাগর মেলা বন্ধের জন্য দাবি করেছে গেরুয়া শিবির। পদ্ম শিবিরের যুক্তি, করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় দিল্লি-সহ একাধিক রাজ্যে কড়া বিধিনিষেধ ও সতর্কতা জারি হয়েছে। তাহলে কেন বাদ থাকবে বঙ্গ?
পাল্টা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন গঙ্গাসাগরের মেলা সবার। কেউ যদি আসতে চান তাঁকে তিনি আটকাতে পারেন না। কোভিড প্রোটোকল মেনেই তীর্থযাত্রীরা মেলায় আসবেন বলে জানান মুখ্যমন্ত্রী। এই দ্বৈরথেই পাল্টা দিলীপ ঘোষকে তোপ দাগলেন ফিরহাদ হাকিম।
রাজ্যের পরিবহন মন্ত্রীর কথায়, “দিলীপবাবুকে বলব, আপনি একটু শুয়ে থাকুন। আপনি বলেছিলেন ‘ইস বার দোসো পার’! তা তো আর হয়নি। তাই এখন আর কথা বলার দরকার নেই। তৃণমূল ২০০ পার করেছে, তাই তৃণমূল ঠিক করবে রাজ্যে কী হবে বা না হবে। মুখ্যমন্ত্রী অত্যন্ত সচেতনভাবে গোটা বিষয়টি দেখছেন, সেখানে আর দিলীপ দা’র কথা শুনে রাজ্য চলবে না। মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব।
