আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। কাজেই প্রচার তুঙ্গে। প্রায় রোজদিনই সেখানে একাধিক চমকপ্রদ প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সেখানে একটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। উদ্বোধনের পরে মেট্রোয় চড়লেনও তিনি। গঙ্গাগামী সেই মেট্রোয় মোদীর সফরসঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষে সরব হল বাংলার শাসকদল তৃণমূল। টুইটে ছবি দিয়ে তৃণমূলের পক্ষ থেকে মন্তব্য করা হল, মেট্রোয় চড়ে সেই গঙ্গার দিকে মোদী এগোচ্ছেন, যে গঙ্গায় একসময়ে কোভিডে মৃতদের লাশ ভাসানো হয়েছিল।
প্রসঙ্গত, ২০১৯ সালের শেষভাগে যোগী সরকার অনুমোদন দেয় ওই মেট্রো প্রকল্পের। তারপর থেকেই দ্রুতগতিতে শুরু হয়ে যায় নির্মাণকাজ। গত ১০ নভেম্বর আইআইটি, দিল্লী থেকে মতিঝিল পর্যন্ত ট্রায়াল রান শুরু হয়ে যায়। অবশেষে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই চালু করে দেওয়া হল মেট্রো পরিষেবা। ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেট্রোর মোট রেলপথের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। মঙ্গলবার সেই পথেই মেট্রোর সওয়ারি হলেন নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, মাস কয়েক আগে করোনার কামড়ে বিধ্বস্ত উত্তরপ্রদেশের ভয়াবহ ছবি সামনে এসেছিল। লাশের পর লাশ ভাসছে গঙ্গার জলে। কোভিডে মৃতদের দাহ না করে এভাবেই গঙ্গায় ভাসানো হচ্ছিল, যে দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। অমানবিকতার পাশাপাশি রোগ সংক্রমণ বৃদ্ধির জন্যও কাঠগড়ায় উঠতে হয়েছিল যোগীরাজ্যকে। বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছিল বাংলার শাসকদল। বাংলার বিধানসভা ভোটের আবহে তৃণমূল বনাম বিজেপির প্রচারযুদ্ধে এই ইস্যুও বারবার উঠে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ নিয়ে বিভিন্ন সভায় বিজেপিকে বার্তা দিয়েছিলেন।