সোমবার জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লীতে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। গত ছ’মাসে শহরে কোভিড সংক্রমণের এই হার ছিল সর্বাধিক। এরপরেই রাজধানীতে জারি হয় হলুদ সতর্কতা। সিনেমা হল, জিম ও শিক্ষায়তন বন্ধ করে দেওয়া হয়। সরকার নির্দেশ দেয়, শপিং মল ও দোকান খুলবে জোড়-বিজোড় সংখ্যা অনুযায়ী। রাত ১০ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু।
দিল্লী মেট্রোয় উঠতে পারবেন মোট আসনের অর্ধেক সংখ্যক যাত্রী। একইসঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইনে ডেলিভারি চালু থাকবে। সেলুন ও পার্লার খোলা থাকবে। বন্ধ থাকবে স্পা ও ওয়েলনেস ক্লিনিক। রাজনৈতিক, ধর্মীয় বা অপর কোনও উৎসব উপলক্ষে লোক জমায়েত করা যাবে না।
দিল্লী সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, দোকান ও শপিং মল খোলা থাকবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত। বেসরকারি সংস্থায় কর্মীদের অর্ধেক অফিসে আসবেন। বিবাহে সর্বাধিক ২০ জন অতিথি উপস্থিত থাকবেন। স্কুল-কলেজ বন্ধ থাকবে। রেস্তোরাঁ ও পানশালায় আসন সংখ্যার অর্ধেক খদ্দের প্রবেশ করতে পারবেন।