আতঙ্কের নয়া নাম ওমিক্রন। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা উস্কে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ক্রমশ চওড়া হচ্ছে তার থাবা। তবে এরই মধ্যেইল কোভিড যুদ্ধে আরও এক ধাপ এগোল দেশ। এবার আরও দু’টি কোভিড টিকা ব্যবহারে ছাড়পত্র দিল কেন্দ্র। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেল একটি অ্যান্টি ভাইরাল ড্রাগও। মঙ্গলবার টুইট করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। সবমিলিয়ে দেশে মোট আটটি করোনা টিকা ব্যবহারে অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় সরকার।
মন্ত্রী জানিয়েছেন, কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি-সহ ৬টি টিকার পাশাপাশি কর্বেভ্যাক্স, কোভোভ্যাক্স টিকাও ব্যবহার করা যাবে ভারতে। জরুরি পরিস্থিতিতে ব্যবহার হবে অ্যান্টি ভাইরাল ড্রাগ মলনুপিরাভির-ও। উল্লেখ্য, কর্বেভ্যাক্স টিকাটিও ভারতে তৈরি। প্রস্তুতকারক সংস্থা হায়দ্রাবাদের সংস্থা বায়োলজিক্যালই। তবে এটি-ই দেশে তৈরি প্রথম ‘আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন’। দেশের মাটিতে আরও একটি কোভিড টিকা তৈরি হওয়ায় স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী। এ প্রসঙ্গে মান্ডব্য লিখেছেন, ‘হ্যাট ট্রিক! ভারত এবার তৃতীয় টিকাও তৈরি করে ফেলল।’
এদিকে ন্যানো পার্টিকেল টিকা কোভোভ্যাক্স উৎপাদন করবে পুণের সেরাম ইন্সটিটিউট। যারা দেশের প্রথম টিকা কোভিশিল্ড তৈরি করেছিল। সেই নিরিখে সেরামের দ্বিতীয় টিকাও এবার বাজারে আসতে চলেছে। প্রসঙ্গত, এর আগে দেশে মোট ছ’টি করোনা টিকা ছাড়পত্র পেয়েছিল। এর মধ্যে রয়েছে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, জাইকোভ-ডি, মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসন। অন্যদিকে, এবার কোভিড চিকিৎসায় ছাড়পত্র পেল আরও একটি অ্যান্টি ভাইরাল ড্রাগ-মলনুপিরাভির। দেশের ১৩টি সংস্থায় তৈরি হবে এই ওষুধ।