হরিদ্বারে আয়োজিত ধর্ম সংসদের পর বিতর্কে নাম জড়িয়েছে ছত্তিসগড়ের রায়পুরের ধর্ম সংসদেরও। সেই ধর্ম সংসদে মহারাষ্ট্রের হিন্দু ধর্মগুরু সন্ত কালীচরণ মহারাজ গান্ধীজির নিন্দা করার পাশাপাশি তাঁর হত্যাকারী নাথুরাম গডসের ঢালাও প্রশংসা করেছেন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ছত্তিশগড়ে মহারাজের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। এ নিয়ে এবার ব্যবস্থা নেওয়ার পথে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের জোট সরকারের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার রাজ্য বিধানসভায় জানিয়েছেন, রাজ্য সরকার মহারাজের মন্তব্য সম্পর্কে খবর নেবে। যদি তিনি কোনও অন্যায় করেছেন প্রমাণ মেলে, তবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের মন্ত্রী নবাব মালিক মহারাষ্ট্রের মন্তব্যের প্রসঙ্গ তুলে ব্যবস্থা চান। সব দলের বিধায়করাই ব্যবস্থা নেওয়ার দাবি সমর্থন করেন। মহারাজকে জাল সন্ন্যাসী আখ্যা দিয়ে মালিক বলেন, উনি মহাত্মা গান্ধী, তাঁর আদর্শের অপমান ও গডসের সুখ্যাতি করেছেন। ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে ওকে গ্রেফতার করা উচিত। আমরা দেশ ও সারা দুনিয়াকে বার্তা দেব যে, মহাত্মা গান্ধীর কোনওরকম অবমাননাই ১০০ কোটি ভারতবাসী সহ্য করবে না। গডসের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা হচ্ছে, এমনকী তার নাম মন্দির তৈরি হয়েছে বলেও জানান তিনি।