গঙ্গাসাগর সফরের সূচি পরিবর্তন। বুধবারের পরিবর্তে মঙ্গলবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই কপিল মুনির আশ্রমে পুজো দেবেন তিনি। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য নির্ধারিত সফরসূচির ঠিক একদিন আগেই মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই বলে এসেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তাই কোনও উৎসবের প্রস্তুতিতেই খামতি রাখে না রাজ্য প্রশাসন। দুর্গাপুজো হোক বা ইদ, বড়দিন হোক বা গঙ্গাসাগর মেলা, প্রতিটি উৎসব শান্তিতে সম্পন্ন করতে কোমর বেঁধে নামে প্রশাসন। আনন্দ উৎসবে অংশ নেন মুখ্যমন্ত্রীও।
গঙ্গাসাগর রাজ্যের অন্যতম বড় মেলা। শুধু ভিন রাজ্য নয়, ভিন দেশ থেকেও অতিথিরা আসেন গঙ্গাসাগরের মেলায়। সাধু-সন্ত থেকে আমজনতা, পুণ্যের খোঁজে মকর সংক্রান্তিতে সকলে ডুব দেন কনকনে হিমশীতল জলে। সেই মেলায় বড়সড় দুর্ঘটনা বা বিপত্তি এড়াতে আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করেন প্রশাসনিক কর্তারা। সতর্ক থাকেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। কড়া নজর থাকে খোদ মুখ্যমন্ত্রীর।
আগামী বুধবার গঙ্গাসাগরে যাওয়ার কথা ছিল তাঁর। তবে আবহাওয়ার খামখেয়ালিপনার আশঙ্কায় সফরসূচিতে বদল। বুধবার নয়, মঙ্গলবারই গঙ্গাসাগরে যাচ্ছেন তিনি। দুপুর আড়াইটে নাগাদ কলকাতা থেকে রওনা হবেন। তিনটে নাগাদ গঙ্গাসাগরে পৌঁছনোর কথা। ওইদিনই কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার কথা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখবেন। তিনদিনের সফরে প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর।