একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে শুরু হয়েছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। বারবারই প্রকাশ্যে এসে পড়ছে দলের অন্তর্কলহ ও নেতা-নেত্রীদের মধ্যে চুলোচুলির খবর। পুরভোটে গোহারা হারের পর এবার নতুন মাত্রা নিল তা। দলীয় বৈঠকে পুরভোটে পরাজিত প্রার্থীদের একাংশ অভিযোগ করল, সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত।
কলকাতা পুর নির্বাচনে ভরাডুবির পর রবিবার হেস্টিংস অফিসে পর্যালোচনা বৈঠকে একদিকে যেমন শাসকদলের সন্ত্রাস নিয়ে বিজেপি নেতৃত্বের কাছে ভুরিভুরি অভিযোগ তুলে ধরেন পরাজিত প্রার্থীরা। পাশাপাশি দুর্বল সংগঠন এমনকী দলে থেকেও দলের বিরোধিতা করেছেন অনেকেই। এমন নালিশও জানান পরাজিত প্রার্থীদের অনেকেই। এ হেন গুরুতর অভিযোগ ওঠার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, পুরভোটে খারাপ ফল হওয়ায় ‘সর্ষের মধ্যেই ভূত’ দেখছেন পরাজিত বিজেপি প্রার্থীদের কেউ কেউ। প্রকাশ্যেই নিজেদের ক্ষোভের কথা তাঁরা উগরে দেন অমিত মালব্য, অগ্নিমিত্রা পল সহ অন্যান্য নেতৃত্বের কাছে। শুধু তাই নয়। প্রার্থীপদ না পেয়ে অনেকেই যে দলের সঙ্গে অন্তর্ঘাত করেছে, সে কথা সংবাদমাধ্যমের সামনে আড়াল করেননি তাঁরা। যেমন ৮৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অনুশ্রী চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নেতৃত্বকে বলেছি যে, সংগঠনটা আরও মজবুত করতে হবে। তবে দেখতে হবে যেন সর্ষের মধ্যে ভূত না থাকে।’