বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকে বারবারই রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকর।
যার জেরে রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন বলে একাধিকবার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সম্প্রতি হাওড়া পুরনিগমের বিল নিয়ে এই নবান্ন-রাজভবন সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ধনকর সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনও ভাবেই হাওড়া পুরনিগম সংক্রান্ত কোনও বিলে সই করেননি। অথচ, হাইকোর্টে এজি যখন দাবি করেছেন, এই বিলে সই করেছেন খোদ রাজ্যপালই। এবার এ নিয়ে ফের রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানাল তৃণমূল।
তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, রাজ্যপালের আচরণ পক্ষপাতদুষ্ট। তিনি বিজেপির পক্ষেই কথা বলেন। রাজ্যপালের থেকে এরকম আচরণ কাম্য নয়। কুণালের কথায়, ‘রাজ্যপালের কথা শুনলে মনে হয়, টুলের ওপর দাঁড়িয়ে কোনও বিজেপি নেতা স্ট্রিট কর্ণারে বক্তৃতা দিচ্ছেন।’ তাঁর আরও সংযোজন, ‘রাজ্যপালকে এত অসহিষ্ণু হলে চলে না। তাঁর আচরণ কোনও ভাবেই রাজ্যপাল-সুলভ নয়।’ অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়ের মন্তব্য, ‘উনি তো নিজেকে সাংবিধানিক বিশেষজ্ঞ মনে করেন। তাহলে নিজে দিনের পর দিন ফাইল আটকে রাখেন কেন! একটা বিল নিয়ে এত জলঘোলা কেন হবে! কেন বিল আটকে রাখবেন তিনি? ওঁর আচরণ বিজেপি নেতাদের মতো। আমরা আগেই বলেছি, রাজ্যপাল তাঁর পদের গরিমা নষ্ট করছেন।’