হাতে আর বেশিদিন বাকি নেই। নতুন বছরেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। আর তার আগে এবার দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন খোদ বিজেপি সরকারের মন্ত্রী। তাঁর বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি মেডিক্যাল কলেজ তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার নিষ্ক্রিয় বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চলা ক্যাবিনেট বৈঠক ওয়াকআউট করলেন উত্তরাখণ্ডের বন, পরিবেশ ও শ্রম দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী হরক সিং রাওয়াত। এর পাশাপাশি পদ ছাড়ারও হুঁশিয়ারি দিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। ভোটের ঠিক মুখে যা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সভাপতিত্বে চলা মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে গিয়েছিলেন রাওয়াত। তাঁর নির্বাচনী এলাকা কোটদ্বারে প্রস্তাবিত একটি মেডিক্যাল কলেজের বিষয়ে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তায় বিরক্ত মন্ত্রী। অন্যদিকে, ভোটের মুখে গুরুত্বপূর্ণ এক মন্ত্রীর খোদ রাজ্যের সরকারের বিরুদ্ধাচারণে স্বভাবতই অস্বস্তিতে বিজেপি শিবির।
দলের রাজ্য সভাপতি মদন কৌশিক বলেছেন, ‘রাওয়াত তাঁর এলাকায় মেডিক্যাল কলেজ তৈরির অনুমোদনে দেরির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তিনি পদত্যাগ করেননি। দল এবং সরকারে সবকিছু ঠিক আছে।’ প্রসঙ্গত, ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েচিলেন হরক সিং রাওয়াত। কোটদ্বার কেন্দ্র থেকে ভোটে লড়ে জয়ী হন তিনি। এবার ঠিক বিধানসভা ভোটের মুখে রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে তাঁর এই হুমকি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বর্ষীয়ান এই রাজনীতিবিদ বিজেপি ছেড়ে এবার কংগ্রেসে ফিরতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে।