ক্রিকেটমহলে শুরু হল নতুন জল্পনা। এবার কি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন শাকিব আল হাসান? তেমনই আভাস পাওয়া গেল বাংলাদেশের অলরাউন্ডারের সাম্প্রতিক মন্তব্যে। অতিসম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব জানিয়েছেন, করোনা অতিমারীর এই সময়ে তিন ফরম্যাটে খেলা ক্রমশ অসম্ভব হয়ে পড়েছে তাঁর কাছে। তাই যে কোনও একটি ফরম্যাট থেকে অবসর নিতে পারেন তিনি। তবে সেটা যে টেস্টই হবে, এমন কথা জোর দিয়ে না বললেও পাল্লা ভারী সে দিকেই।
কিউয়িদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন শাকিব। ঢাকার এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন, “আমি জানি কোন ফরম্যাটকে বেশি গুরুত্ব দিতে হবে। টেস্ট ক্রিকেট নিয়ে এ বার ভাবার সময় এসেছে। টেস্ট খেলব কিনা, সেটা এ বার ভাবতে হবে। যদিও বা খেলি, তা হলে কী ভাবে খেলব। একদিনের ক্রিকেটে যেখানে পয়েন্টের কোনও ব্যাপার নেই, সেখানেও খেলব কিনা ঠিক করতে হবে।”
পাশাপাশি, শাকিবের সংযোজন, “আমি বলছি না যে, টেস্ট থেকে অবসর নেব। এমনও হতে পারে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ফরম্যাট থেকেই অবসর নিয়ে ফেললাম। তিন ফরম্যাটে খেলা কার্যত অসম্ভব। ঘন ঘন টেস্ট খেললে কোনও লাভ নেই। তখনই বেছে বেছে খেলার কথা ভাবতে হয়। তবে যা-ই করি না কেন, বোর্ডের সঙ্গে আলোচনা করেই করব।”