এখনও অধরা জয়। দুঃসময় অব্যাহত লাল-হলুদ শিবিরে। ফের রক্ষণের ভুল পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। আইএসএলের অষ্টম ম্যাচে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে আটকে গেল লাল-হলুদ। খেলার ফলাফল ১-১। আমির দেরভিসেভিচের দুরন্ত গোল কাজে এল না। লিগ তালিকায় সবার শেষেই থাকল ইস্টবেঙ্গল। চাপ আরও বাড়ল কোচ ম্যানুয়েল দিয়াজের উপরে। বৃহস্পতিবার প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে বেশ শক্তিশালী লাগছিল। ১০ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন ড্যানিয়েল চিমা। বক্সের বাইরে বল চেয়েছিলেন হামতের থেকে। হামতে যখন বল তাঁকে দিলেন, তখন বিপক্ষের ডিফেন্ডারের দিকে নজর রাখতে এতটাই ব্যস্ত ছিলেন, যে বলটাই ঠিক করে ধরতে পারলেন না চিমা। তবে বাঁ দিকে বেশ সচল লাগছিল হামতেকে। ২০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেওয়ার অন্যতম কারিগর তিনিই। বল ধরে গোলের দিকে এগনোর চেষ্টা করছিলেন হামতে। ফাউল করেন হায়দ্রাবাদ ডিফেন্ডার। ফ্রিকিক থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন আমির দেরভিসেভিচ। এই মরসুমে এখনও পর্যন্ত সেরা গোল এটিই, এমনই মত ফুটবল বিশেষজ্ঞদের।
গোলের পরও চাপ বজায় রেখেছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু এর ফাঁকেই রক্ষণের ভুলে গোল খায় তারা। বাঁ দিক থেকে বল ভেসে এসেছিল। ওগবেচের সামনে দু’-তিনজন লাল-হলুদ ডিফেন্ডার থাকলেও তাঁরা পেরে উঠলেন না। কার্যত বিনা বাধায় অরিন্দমকে পরাস্ত করে সমতা ফেরান নাইজেরীয় স্ট্রাইকার। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে রফিকের একটি শট পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে বলবন্ত সিংহ, হাওকিপকে নামিয়ে আক্রমণের জোর বাড়াতে চেয়েছিলেন লাল-হলুদ কোচ ম্যানুয়েল দিয়াজ। ৮২ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন বলবন্ত। রফিক বক্সে বল ভাসিয়েছিলেন। বিপক্ষ গোলকিপার কাট্টিমনি বল ক্লিয়ার করার চেষ্টা করেও ব্যর্থ হন। বলবন্তের সামনে গোল করার সুযোগ থাকলেও তাঁর হেড বাইরে যায়। বাকি সময়ে চেষ্টা করেও আর গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল।
