এবার যোগী রাজ্যের কানপুরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১৫০ কোটিরও বেশি কালো টাকা উদ্ধার করল আয়কর দফতর। ইনকাম ট্যাক্স সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে সমাজবাদী পার্টি ঘনিষ্ঠ ব্যবসায়ী পীযূষ জৈনের কানপুরের একটি অফিস থেকে জিএসটি আধিকারিকরা এই বিপুল পরিমাণ টাকা এবং বাজেয়াপ্ত সম্পত্তি উদ্ধার করেছেন। এখন পর্যন্ত ১৫০ কোটি টাকা গোনা সম্ভব হয়েছে। এখনও টাকা গোনার কাজ চলছে। ফলে আগামী দিনে টাকার অঙ্কটা আরও বাড়বে।
ইতিমধ্যেই এই আয়কর দফতরের অভিযানের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, আলমারি এবং তার আশেপাশে থাকা বেশ কয়েকটি তাকে থাকে থাকে সাজানো রয়েছে টাকার বান্ডিল। আর ঘরের মেঝেতে বসে সেই সমস্ত কালো টাকা গোনার কাজ চালাচ্ছেন আয়কর আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছে বেশ কয়েকটি টাকা গোনার মেশিনও। কিন্তু তারপরেও এখনও অনেক টাকা গোনা বাকি বলে আয়কর দফতর সূত্রে খবর।
অন্যদিকে আয়কর দফতর সূত্রে খবর, ওই ব্যবসায়ী কয়েক কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। তার অফিস থেকেই উদ্ধার হয়েছে একাধিক জিএসটি ফাঁকি দেওয়ার বিল। এই প্রসঙ্গে জিএসটি আধিকারিকরা জানিয়েছেন, ভুয়ো বিল তৈরি করে বহু জায়গায় এই টাকার লেনদেন করা হয়েছে। কম্পিউটারে সেই স্ব বিষয়ে কোনও তথ্যই নেই। জিএসটি ফাঁকি দেওয়ার প্রায় ২০০টি বিল মিলেছে ওই ব্যবসায়ীর অফিস থেকে।