বড়দিনের সময় প্রতিবছরই দিঘায় ভিড় হয়। দূরদূরান্ত থেকে ছুটি কাটাতে আসেন মানুষ। এ বছরেও অন্যথা হয়নি। রীতিমতো মনের আনন্দে সৈকত নগরীতে ভিড় করেছেন সকলে। উত্তর থেকে দক্ষিণ, সব জায়গা থেকেই পর্যটকরা এসেছেন। কেউ পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন। আবার কেউ বন্ধু-বান্ধব নিয়ে পিকনিক করার জন্য হাজির হয়েছেন সৈকত নগরীতে।
সব মিলিয়ে শনিবার বড়দিন হলেও তার আগের দিনই যেন ক্রিসমাস শুরু হয়ে গিয়েছে দিঘায়। তবে এই আনন্দের আবহে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি আছে প্রশাসনের। সমুদ্রস্নানে কড়া নজর রাখা হচ্ছে।
পর্যটকের ভিড় দেখে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। সব দোকানপাট খোলা। পর্যটকরাও শীতের আমেজ গায়ে মেখে দেদার আড্ডা মারছে সমুদ্র সৈকতে। সেই দেখে স্থানীয় শিউলিরাও সকাল সকাল খাঁটি খেজুর রসের হাঁড়ি নিয়ে হাজির। মানুষজনও খাঁটি খেজুর রস দেদার খাচ্ছে। সেইসঙ্গে দিঘার চির পরিচিত মাছ ভাজা তো আছেই!