কলকাতা পুরভোটে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। তারপর থেকেই ভোট সন্ত্রাসের অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, মুখপাত্র শমীক ভট্টাচার্যরা। তবে ভিন্ন সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়। আত্মসমীক্ষার সুরে তিনি বললেন, ‘কলকাতায় বিজেপির সংগঠন দুর্বল, তাই ভালো ফলের আশা ছিল না’।
কলকাতার পুরনির্বাচনে ২০১৫ সালে ১৫.৪২ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। আসন পেয়েছিল সাতটি। এ বার এই দুই ক্ষেত্রেই ফল খারাপ হয়েছে। মোট প্রাপ্ত ভোটের মাত্র ন’শতাংশ এসেছে বিজেপি-র ঝুলিতে। জয়ী হয়েছেন মাত্র তিন জন প্রার্থী। ফল প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত বলেছিলেন, ‘এটা জনতার মত নয়। যে ভাবে ভোট হয়েছে, তাতে এই ফলই হওয়ার ছিল’।
তবে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি কার্যত সংগঠনকেই দুষলেন। স্বীকার করলেন, কলকাতায় তাঁদের সংগঠন দুর্বল। বললেন, ‘কলকাতা নিয়ে বিজেপি-র আশা ছিল না। কলকাতার সংগঠন দুর্বল ছিল। এটা মেনে নিতে বাধা নেই। কলকাতায় আমরা বিধানসভাতেও ভাল ফল করতে পারিনি’।
তবে রাজ্যের অন্যান্য জেলার পুরভোটে ভালো ফলের ব্যাপারে আশাবাদী দিলীপ। তাঁর কথায়, ‘রাজ্যের অন্যান্য জেলায় বিজেপি-র সংগঠন অনেক ভাল। রাজ্যের বাকি অংশে পুরভোট তেমন (কলকাতার মতো) হবে না।’ দিলীপের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘দিলীপ ঘোষ মানলেন এমনটা নয়, এটাই বাস্তব। তবে শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই বিজেপির সংগঠন দুর্বল’।