একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই গেরুয়া শিবিরের অব্যাহত ভাঙন। দিকে দিকে দলত্যাগ করছেন নেতা-কর্মীরা। শুধু তাই নয়। ভোটের আগে যেমন দলে দলে শিল্পীরা যোগ দিয়েছিলেন বিজেপিতে, তেমনি ভোট মিটতেই একে একে দল ছাড়ছেন টলিউড তারকারা। ইতিমধ্যেই রাজনীতি ছাড়ার ঘোষণা করে দলত্যাগ করেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। দল ছেড়েছেন আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। পুরভোটেও ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। আর তার পরই এবার পুরভোটে টিকিট না দেওয়া নিয়ে দলের বিরূদ্ধে তোপ দাগলেন ‘ছোট বউ’ দেবিকা মুখোপাধ্যায়। কিছুদিন আগে টাকার বিনিময়ে প্রার্থীপদ বিলি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এবার রূপার সুরেই তিনি জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেই তিনি বিজেপিতে এসেছিলেন। কিন্তু তিনি বঞ্চিত হয়েছেন। বিজেপিতে আসাই তাঁর ভুল হয়েছিল।
প্রসঙ্গত, ২০১৫ সালে কলকাতা পুরভোটে দল দেবিকাকে প্রার্থী করেছিল। পরের বছর বিধানসভা নির্বাচনেও তাঁকে প্রার্থী করা হয়েছিল বাদুড়িয়া কেন্দ্র থেকে। কিন্তু দু’বারই তিনি হেরে যান। তবে গত বিধানসভা নির্বাচন তো দূরের কথা, কলকাতা পুরভোটেও তাঁকে প্রার্থী করা হয়নি। ভোটে লড়ার টিকিট না পেয়েই ক্ষুব্ধ দেবিকা জানান, ‘আমায় টিকিট দেওয়া উচিত ছিল। কিন্তু দল টিকিট দিল না। এমন অনেকে আছেন, যাঁরা দলের জন্য পরিশ্রম করেননি, তাঁরা টিকিট পেয়ে গিয়েছেন। তাঁরা সব ১ কোটি টাকা দিয়ে (টিকিট) পেয়েছেন। কেউ কেউ আবার অনলাইনে টিকিট পেয়ে গিয়েছেন।’ একইসঙ্গে তিনি জানান, ‘ইদানিং বিজেপির অনেক জিনিসই ভালো লাগছে না। এখন বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অনুতাপ হয়।’ গত বিধানসভা ভোটে কামিনী, কাঞ্চনের প্রসঙ্গ টেনে টাকার বিনিময়ে প্রার্থীপদ দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগতের কথার রেশ টেনেই কিছুদিন আগে রূপা কলকাতা পুরভোটে প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সেই সুরই শোনা গেল দেবিকার গলায়।
