এবারের কলকাতা পুরভোটে জামানত বাজেয়াপ্ত হয়েছে মোট ৭০০-র বেশি প্রার্থীর। পুরভোটের ফলাফল প্রকাশের পর এমনই তথ্য উঠে আসছে৷ জানা গিয়েছে, কলকাতা পুরসভা নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৯৫০ জন। তার মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৭৩১ জনের।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রে মোট যা ভোট পড়বে তার ছয় ভাগের এক ভাগ ভোট না পেলেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে গণ্য করা হয়৷ সেক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার সময় জামানত হিসাবে যে টাকা প্রার্থী নির্বাচন কমিশনে জমা রাখেন, তা আর ফেরত পাবেন না।
বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হওয়া নিয়ে তৃণমূলের কটাক্ষ, ‘ভোট পাখি হয়ে লাভ নেই৷ সারা বছর মানুষের সাথে থাকতে হয়। মানুষ তাই উচিত জবাব দিয়েছেন। আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। তাই আমাদের জয় এসেছে।’