শীতকালীন অধিবেশনের শেষের মাত্র একদিন বাকি। তার আগেই রাজ্যসভা থেকে বরখাস্ত করা হল তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনকে। রাজ্যসভার রুলবুক ছুঁড়ে ফেলার অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে চলতি অধিবেশন থেকে। যদিও এই অভিযোগ মানতে নারাজ ডেরেক। তাঁর দাবি, ফুটেজ দেখানো হোক যে তিনিই রুলবুক ছুঁড়ে ফেলেছেন।
ডেরেক বলেন,”ফুটেজ দেখান আমায়। ওনারা আমাকে একদিনর জন্য সাসপেন্ড করেছেন। ভাবুন আমি যদি সত্যিই রুলবুক ছুঁড়ে ফেলতাম। এরপর ডেরেক কিছুটা কটাক্ষের সুরেই বলেন, ‘ কেউ রুলবুক ছু়ঁড়ে ফেলে দিয়েছে? সংসদ জ্বলছে। মোদী আর শাহ হাতে ছুরি নিয়ে সংসদে ঘুরে বেড়াচ্ছেন এবং গণতন্ত্রের খুন করছেন। ১২ জন সাংসদ বাইরে বসে আছেন। ৭০০ কৃষক খুন হলেন। সেগুলি কে করেছে’?
নিজের সাসপেন্ড হওয়ার ব্যাখ্যায় ডেরেক ওব্রায়েন হেসেই বলেন, ‘ওনারা আমায় সাসপেন্ড করেছেন, কারণ সরকার কারোর কাছ থেকে কোনও বিষয়ে পাঠ নিতে চায় না। ৬ মিনিটের জন্য আমি এই সরকারকে শিক্ষা দিয়েছি’। সংসদে বিরোধীদের আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না এই অভিযোগও আনেন ডেরেক। তিনি বলেন, ‘গতকাল মাত্র ২০ মিনিটের মধ্যেই লোকসভায় এই বিল পাশ করিয়ে নেওয়া হয়। আপনাদের উচিত ছিল আলোচনার জন্য দুদিন সময় দেওয়া। কিন্তু রাজ্যসভার কোনও সদস্যকেই একদিনও সময় দেওয়া হয়নি। কৃষি বিল যেভাবে পাশ করানো হয়েছিল, ঠিক সেভাবেই এই বিলও পাশ করানো হল’।
আধার ও ভোটার কার্ডের মধ্যে সংযু্ক্তিকরণ নিয়ে বিরোধীরা বিরোধিতা করলেও, মঙ্গলবারই রাজ্যসভায় পাশ হয়ে যায় এই নিয়ম সম্পর্কিত বিল। তবে ডেরেকের দাবি, এই আইন তৈরি হলে, কৃষি আইনের মতোই এর ভবিষ্যৎ হবে। এই বিষয়ে তিনি টুইটে লেখেন, ‘শেষবার যখন আমি রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলাম, তখন কেন্দ্রীয় সরকার কৃষি আইন নিয়ে চর্চা করছিল। আমরা সবাই জানি তার পরে কী হয়েছিল। আজ, বিজেপি সংসদের উপহাসের জায়গা করে তোলার প্রতিবাদে এবং নির্বাচনী সংস্কার বিল, ২০২১ -এর প্রতিবাদ করতে গিয়ে আবার সাসপেন্ড করা হয়েছে। আশা করি এই বিলটিও শীঘ্রই বাতিল করা হবে’।