কলকাতা পুরনির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরই অসমে উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিলেন তিনি। শুধু কামাখ্যা মন্দিরেই নয়, পুজো দিয়েছেন বগলামুখী মন্দিরেও। মঙ্গলবার কলকাতা পুরভোটের ফলাফল প্রকাশ্যে আসে। সেই নির্বাচনে ঘাসফুল দাপটে কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা। ছোট লালবাড়ি দখলের ভোটে ১৩৪ আসন নিজেদের দখলে রেখেছে তৃণমূল। ভোটের ফলাফলের ছবি স্পষ্ট হতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমের উদ্দেশে উড়ে যান। গুয়াহাটি বিমানবন্দরে নেমে পৌঁছে সোজা চলে যান কামাখ্যা মন্দিরে। গোটা মন্দির ঘুরে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী। গর্ভগৃহে গিয়ে পুজো দেন। প্রদীপও জ্বালান তিনি। মন্দিরে প্রবেশের পরই মুখ্যমন্ত্রীর গলায় অসমের ঐতিহ্যবাহী অসমিয়া গামছা পরিয়ে দেন মন্দিরের প্রধান পূজারী। হাতজোড় করে সৌজন্য দেখান মমতাও।
উল্লেখ্য, এইমন্দিরের ভিতরে একটি পবিত্র জলাশয় রয়েছে। সেই জলাশয়ে দাঁড়িয়ে সূর্য প্রণামও করেন তিনি। শুধুমাত্র কামাক্ষ্যা মন্দির নয়, পুজো দেন বগলামুখী মন্দিরেও। তবে এই ঝটিকা সফরে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য তিনি করেননি। বিকেলেই ফিরে আসেন কলকাতায়। প্রসঙ্গত, বাংলার বাইরে অন্য কোনও রাজ্যে গেলেই তৃণমূল নেত্রী সেই রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতির আস্বাদন করতে চান। সম্প্রতি মুম্বই সফরে গিয়েছিলেন মমতা। সেখানে গিয়েও মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। ঘুরে দেখেছিলেন গোটা মন্দির। গোয়াতেও মন্দিরে পুজো দিয়েছিলেন মমতা। গিয়েছিলেন চার্চেও। তাঁর কথায়, “মন্দির-মসজিদ-চর্চা সবই সমান। আমি সর্বত্রই যাই।”