ফের ঘটল একই ঘটনা। দোলা সেন, শান্তা ছেত্রীর পর এবার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। অভিযোগ, মঙ্গলবার অধিবেশন চলাকালীন নাকি ‘অসংসদীয় আচরণ’ করেছেন সাংসদ। সেই আচরণের দরুণ এবার তাঁকে অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বলে খবর। এহেন আচরণের প্রতিবাদে সরব তৃণমূল সাংসদ।
উল্লেখ্য, আজ শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তাল ছিল সংসদ। বিরোধীরা একজোট হয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এর মাঝে এদিন নির্বাচনী আইন সংশোধনী নিয়ে রাজ্যসভায় আলোচনা শুরু হয়। সেই আলোচনা চলাকালীন রাজ্যসভায় চেয়ারম্যানের চেয়ারের দিকে রুল বুক ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ ডেরেকের বিরুদ্ধে। তার পরই তাঁর বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ পদক্ষেপ করেন রাজ্যসভার চেয়ারম্যান। উল্লেখ্য, শীতকালীন অধিবেশন শেষ হতে আর দু’দিন বাকি। চলতি অধিবেশন আরও দুই তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। আর আজ সাসপেন্ড করা ডেরেককে। যা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল।